চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের কে আর রিসাইক্লিং শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন (৩০) চট্টগ্রামের সীতাকুন্ডের বখতিয়ার পাড়ার মোহাম্মদ সেলিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ বলেন, ইয়ার্ডে কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান রাজন। ভোর পাঁচটার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
