শুভেচ্ছা সফরে ভারতের দুই জাহাজ চট্টগ্রামে

Screenshot_32চট্টগ্রাম: পাঁচদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ। সোমবার সকাল ১১টায় ভিশওয়াস্ট ও আনমল নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে নোঙ্গর করে। এসময় কোস্ট গার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে স্বাগত জানায়।

এরপর জাহাজ দুটির নাবিক ও ভারতের কোস্টগার্ড কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন জেটিতে উপস্থিত থাকা কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহীদুল ইসলাম।

এসময় ভারতের সহকারি হাইকমিশনার সোমনাথ হালধর ও কোস্ট গার্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) ওমর ফারুক বলেন, ভারতের জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান, আগ্রাবাদের জাদুঘর ও মুক্তিযুদ্বকালীন সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন। সফরকালীন সময়ে ভারতীয় কোস্টগার্ড জাহাজের সম্মানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ড মেসে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও কোস্টগার্ড বেস চট্টগ্রামে এক প্রীতিভোজের আয়োজন রাখা হয়েছে।

তিনি বলেন, মৎস্য বন্দরস্থ সিজি বেস চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে দু’দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মিত্রদেশীয় কোস্টগার্ডের অভিজ্ঞতা ভাগাভাগির উদ্দেশ্যে চট্টগ্রাম কোস্টগার্ডের কর্মকর্তা ও নাবিকবৃন্দ ভারতীয় কোস্টগার্ড জাহাজ পরিদর্শন করবেন। এছাড়া নৌ বাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব কর্মকর্তা এবং চট্টগ্রাম নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম এ্যাংকরেজ স্কুলের ছাত্র-ছাত্রীরা জাহাজ দুটি পরিদর্শন করবেন।

এদিকে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দু’দেশের সার্বিক পারষ্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহীদুল ইসলাম।