রেলের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনে ভিড় নেই চট্টগ্রামে

railচট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় অগ্রীম টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সোমবার টিকেট দেওয়া হয়েছে ৭ সেপ্টেম্বরের। প্রথম দিনে মোট অগ্রিম টিকেট ৬ হাজার ৭৪২টির মধ্যে কাউন্টারে ছাড়া হয়েছে ৪ হাজার ৬০২টি। এর মধ্যে দুপুর দুইটা নাগাদ ৩০ শতাংশ টিকেট বিক্রি হয়েছে। মোট টিকেটের ২৫ভাগ অনলাইনে, পাঁচ ভাগ ভিআইপি, পাঁচভাগ কর্মকর্তাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ঈদে চাঁদপুর রুটের জন্য চাঁদপুর স্পেশাল নামে এক জোড়া ট্রেন ৯ সেপ্টেম্বর থেকে যোগ করা হবে। অনান্য রুটের ট্রেনগুলোতে ৮ সেপ্টেম্বর থেকে ১৩টি অতিরিক্ত বগি এবং ৯ সেপ্টেম্বরে ১৮টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে।

জানা গেছে, মঙ্গলবার দেওয়া হবে ৮ সেপ্টেম্বরের টিকেট, ১ সেপ্টেম্বরে দেওয়া হবে ১০ সেপ্টেম্বরের টিকেট এবং ২ সেপ্টেম্বরে দেওয়া হবে ১১ সেপ্টেম্বরের টিকেট। একই ভাবে ৫ সেপ্টেম্বরে দেওয়া হবে ১৪ তারিখের টিকেট এই ভাবে ৫ দিনের অগ্রিম টিকেট দেওয়া হবে।

এদিকে সোমবার দুপুরে রেলস্টেশনে গিয়ে টিকেট প্রত্যাশীদের ভীড় দেখা যায়নি। খুব কম সময় লাইনে দাঁড়িয়ে আগ্রীম টিকেট সংগ্রহ শেষে হাসি মুখে ফিরছেন মানুষ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ রানা বলেন, টিকেট কালোবাজারীরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি আমরা। রেলওয়ে পুলিশ, রেল নিরাপত্তাকর্মী, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা একযোগে কাজ করছেন।