আবাসিক থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের বিভিন্ন এলাকার আবাসিক ভবনে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের খুলশী আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। ১৩টি ভবন থেকে দুই থেকে তিন মাসের মধ্যে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন সিডিএর ভ্রাম্যমাণ আদালত।

খুলশী আবাসিক এলাকার ১ থেকে ৫ নম্বর সড়কের ১৩টি ভবনে অভিযান চালানো হয়। এসব ভবনের মধ্যে ১০টিতে গেস্টহাউস ও রেস্তোরাঁ, একটিতে ব্যাংকের শাখা কার্যালয়, একটিতে আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় এবং অন্যটিতে বায়িং হাউস রয়েছে। অভিযানে ইমপালস প্রপার্টিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা, জাবেদ আলম ও মামুনুর রহমানের নামের দুই রেস্তোরাঁ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু বলেন, আবাসিক ভবনকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য একটি আবাসন প্রতিষ্ঠান ও দুই রেস্তোরাঁ মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিনটিসহ মোট ১৩টি ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে ভবন মালিক ও ব্যবহারকারীদের দুই থেকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসেন ও তানজীব হোসেন। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।