
চট্টগ্রাম : দুদফা জানাজাশেষে শনিবার রাঙ্গুনিয়ার আলেমেদ্বীন, হযরত মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান (রহ.) এর দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব রাঙ্গুনিয়ার সুখলবিলাসে প্রথম এবং বাদ এশা সরফভাটা মেহেরিয়া মাদ্রাসায় দ্বিতীয় জানাজাশেষে মাদ্রাসা কর্তৃপক্ষের আগ্রহ ও মরহুমের অন্তিম ইচ্ছা অনুযায়ী মাদ্রাসার নিজস্ব কবরস্থানে মাওলানা আমিরুজ্জামানকে দাফন করা হয়।
জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা আনাস মাদানী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আলেম সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজায়পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামানকে রাঙ্গুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম অভিহিত করে বলেন, ধর্মীয় জ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁর জানাশোনার পরিধি ছিল ব্যাপক। তাঁর মৃত্যুতে ইসলামের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হবার নয়।
এর আগে হযরত মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় রাঙ্গুনিয়ার সুখবিলাসের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হযরত মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামানের দ্বিতীয় জানাজায় মরহুমের স্মৃতিচারণ করছেন স্থানীয় সাংসদ ড. হাছান মাহমুদ।
গত ১৫ নভেম্বর রাতে মেহেরিয়া মাদ্রাসার দুইদিনব্যাপী বার্ষিক মাহফিলে বক্তৃতা দেয়ার সময় মাওলানা আমিরুজ্জামান হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরো অবনতি হলে ১৭ নভেম্বর রাতে তাকে নগরের প্রবর্তকে শেভরন ভবনে ভারতের বিখ্যাত ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের ফরটিস হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।
হার্টের জটিলতা, ডায়বেটিস, উচ্চরক্তচাপের সঙ্গে তীব্র নিউমোনিয়ার উপসর্গ যুক্ত হওয়ায় তাকে ৪ দিন করোনারি কেয়ার ইউনিটে রাখার পর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ক্যাবিনে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরো উন্নতি হলে গত সপ্তাহে ক্লিনিক থেকে তার শ্যালক একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের শহরের বাসায় রাখা হয় কিছুদিন।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি রাঙ্গুনিয়াস্থ সুখবিলাস গ্রামের বাড়িতে চলে যান। তার অন্যান্য রোগের কিছুটা উপশম হলেও তীব্র কাশিটা কোনোভাবেই কমছিলই না। এ অবস্থায় সেখানেই শনিবার সকাল ১১টার দিকে আকস্মিক মৃত্যুবরণ করেন মাওলানা আমিরুজ্জমান। তিনি মেহেরিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ ও দাওরায়ে হাদীসের (মাস্টার্স সমমান) শিক্ষক ছিলেন।
একুশে/এসসি
