চট্টগ্রামে ৪হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: নগরীতে ৪ হাজার পিস ইয়াবাসহ হাবিবুল বাশার ওরফে হাবিব (৩২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কর্ণফুলী থানার শহীদ বশিরুজ্জামান চত্ত্বর এলাকায় মহাসড়কে স্টার লাইন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিবুল বাশার ওরফে হাবিব কক্সবাজারের উখিয়া থানার পালংখালী এলাকার মৃত মান্নানের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন যাবত টেকনাফ এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল হাবিবুল বাশার। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।