
ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর : আগামী ১৫-১৬ ডিসেম্বর ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুর, আর্ট হাউজ এবং সিঙ্গাপুর বুক কাউন্সিল হেডকোয়ার্টার তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অভিবাসী উৎসব।
উৎসবে অভিবাসীকর্মীদের নিয়ে কবিতা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, সংগীত পরিবেশনা, সৃষ্টিশীল কর্মশালা, আলোচনা সভা ও গল্পবলা কর্মশালার আয়োজন করা হয়েছে।
ভ্রমণ বিষয়ক লেখক শিবাজী দাসের উদ্যোগে অনুষ্ঠেয় উৎসবটিতে সহযোগিতা করবে ইউএস দূতাবাস সিঙ্গাপুর, সাহিত্য সংগঠন সিং লিটসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।
এই উৎসবের মাধ্যমে স্থানীয় ও অভিবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে৷ স্থানীয় লোকজন অভিবাসীকর্মীদের মেধা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে৷
উৎসবে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, মালয়েশিয়া, মায়ানমার, ভারতের বিভিন্ন প্রতিভাবান অভিবাসী কর্মীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী কবি, লেখক ও শিল্পী অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিক অভিবাসী উৎসবের উদ্যোক্তা শিবাজী দাশ বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা চেষ্টা করছি সারাবিশ্বে প্রবাসী শ্রমিক এবং রিফিউজি নিয়ে যে রাজনৈতিক বিদ্বেষ হচ্ছে, তাতে প্রবাসী শ্রমিক এবং রিফিউজিদের একটা আওয়াজ সকলের কানে পৌঁছে দেওয়া। প্রবাসী ও রিফিউজিদের ট্যালেন্ট সারাবিশ্বের সামনে তুলে ধরা৷”
কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি রিপন চৌধুরী বলেন, “এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অভিবাসীদের সম্পর্কে স্থানীয় লোকজন জানতে পারবে। অভিবাসীকর্মীদের মেধাচর্চার প্লাটফর্ম তৈরি হল৷”
সিঙ্গাপুর থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত “স্ট্রেন্জার টু মাইসেল্ফ” বইয়ের জন্য নন-ফিকশনে অ্যাওয়ার্ড পাওয়া লেখক মোঃ শরীফ উদ্দিন বলেন, “এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে সমস্ত মেধাবী প্রবাসী শ্রমিকদের একই প্লাটফর্মে দাড় করানো যাবে। প্রথমবারের মত অভিবাসী উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
একুশে/ওএফএস/এটি
