
চট্টগ্রাম : অগণন মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সবার প্রিয় জামালখান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম। নগরের কদম মোবারক মসজিদ কবরস্থান তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার বাদ জুমা লালদিঘী ময়দানে মোরশেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে শেষবিদায় জানাতে জানাজার নামাজে রাজনীতিক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে হাজার হাজার মানুষের ঢল নামে।
চট্টগ্রাম সিটি মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সদ্য সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল আলম দোভাষ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, নগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, ওয়ার্ড কমিশনার হাসান মুরাদ বিপ্লব, প্রয়াতের বাবা, ভাই, স্বজনসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় সংক্ষিপ্ত স্মৃতিচারণে মেয়র আ জ ম নাছির উদ্দিন মোরশেদুল আলমকে সৎ, ত্যাগী নেতা উল্লেখ করে বলেন, মোরশেদ শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক ছিলেন। মৃত্যুর আগের দিন বাংলাদেশ সময় রাত ১২টায় মেয়রের সঙ্গে মোরশেদের টেলিফোনে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, মোরশেদ ফোন করে জানালেন, পরদিন ভোর ৬টার ফ্লাইটে চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পৌঁছেই সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন মোরশেদ। কিন্তু ফ্লাইটে উঠার আগে মোরশেদ না ফেরার দেশে চলে গেছেন। মোরশেদের সঙ্গে আমার আর দেখা হয়নি, আর কখনো হবেও না। এসময় তিনি মোরশেদের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।
সদ্যগত প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেন, জন্ম নিলেই মৃত্যু হবে। এটাই চিরন্তন সত্য। জন্ম-মৃত্যুর মাঝখানের সময়টাই মূলত জীবন। এই জীবনকে যিনি কাজে লাগাতে পারবেন তিনিই সফল। মোরশেদ সততা, ত্যাগ, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন, জীবনে সফল হয়েছেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মোরশেদকে চাইলেও আমরা বিদায় দিতে পারবো না। কর্ম-আদর্শে মোরশেদ আমাদের মাঝে থাকবেন।
জানাজা শেষে মোরশেদের কফিনে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
একুশে/এটি
