চট্টগ্রাম: ঘুষ নেয়ার সময় দুদকের অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিসিএল) তিনজনকে জিজ্ঞাসাবাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন।
বিটিসিএলের ওই তিন কর্মী হলেন- বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ গিয়াস উদ্দিন, টেলিফোন অপারেটর মোঃ হুমায়ুন কবির ও বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌসুলি ও বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, কোতয়ালী থানায় দায়ের হওয়া ঘুষ গ্রহণের মামলায় গিয়াস ও হুমায়ুনকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় দুদকের উপ-পরিচালক-১ মোশাররফ হোসেন মৃধা। আর অবৈধ অর্থ উদ্ধারের মামলায় প্রদীপ দাশ, গিয়াস ও হুমায়ুনকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত ঘুষ গ্রহণের মামলায় দুইদিন এবং অবৈধ অর্থ উদ্ধারের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন কার্যদিবসের মধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত গত ১৭ আগস্ট ঘুষ গ্রহণ ও তল্লাশিতে বিপুল পরিমাণে টাকা-সঞ্চয়পত্র উদ্ধারের ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তিন কর্মীকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়।
