
দক্ষিণ কোরিয়া : ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করেছে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের প্রথমপর্বে ১৬ ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আর্থসামাজিক উন্নয়নের উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে হিউ ও’ব্রায়ান ইয়ুথ লিডারশীপ (Hugh O’brian Youth Leadership-HOBY) এর ১১ জন কোরিয়ান কিশোর-কিশোরীসহ বাংলাদেশী শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা বাংলাদেশের ইতিহাস, বর্তমান আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক ধারণা লাভ করতে সক্ষম হন। বিকাল ৫ টায় বিজয় দিবস উদযাপনের দ্বিতীয়পর্বে প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কোরিয়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দূতাবাস কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়।
এরপর দূতাবাসের কর্মকর্তারা মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান। রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রমহারানো ৫ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
তিনি বিগত বছরগুলোতে বাংলাদেশের যে অর্জন তা ধরে রাখার জন্য প্রবাসীদের মাতৃভূমির প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান, যাতে করে নতুন প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ উপহার দেয়া যায়।
দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্ত আলোচনায় প্রবাসী আলোচকগণ আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।
আলোচনা পর্বশেষে বাংলাদেশ দূতাবাস পরিবার ও কোরিয়ায় বসবাসরত বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্ববোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কোরিয়ান জনগণ উপস্থিত ছিলেন।
একুশে/ওএফএইচ/এটি
