চট্টগ্রাম: চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আনসারুল্লাহ’র সদস্য হলেন- উমায়ের ওরফে শিকলু দাশ।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দীন আহমেদ বলেন, পতেঙ্গা থানা এলাকা থেকে আনসারুল্লাহ’র ৫ সদস্যকে জিহাদী বইসহ আটকের ঘটনায় দায়েরকৃত মামলায় উমায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত গত ৮ জুলাই দিনভর অভিযান চালিয়ে সীতাকুন্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য উমায়েরসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।
