চট্টগ্রামে পশুর গাড়ি না থামাতে পুলিশকে নির্দেশ

CMPচট্টগ্রাম: কোন সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী গাড়িকে না থামানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে পশুর হাট ইজারাদারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে পশুবাহী গাড়ি সিগন্যাল বা না থামানোর জন্য কড়া নির্দেশ প্রদান করা হয়েছে। অতিরিক্ত টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নিতে পারবে সকল ব্যবসায়ী। প্রয়োজনে ব্যবসায়ীরা থানায় জিডি করে টাকা রাখতে পারবেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগর এলাকায় অনুমোদিত ১০টি পশুর হাট রয়েছে। অনুমতি ব্যতিরেকে কোথাও কোন গরুর হাট বসবে না। রাস্তার উপরে কোন অবস্থাতেই গরুর হাট বসানো যাবে না। অবৈধ পশুর হাটের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের সহযোগিতায় পুলিশ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, প্রতিটি কোরবানির পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সাদাপোশাকে পুলিশের নজরদারি, ওয়াচ টাওয়ার, ৮টি স্লোগান সম্বলিত পুলিশের নিজস্ব ব্যানার, ভেটেরিনারী ভিজিল্যান্স টিম (পশু ডাক্তার) সহ জাল নোট শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে শনাক্তকরণ মেশিন থাকবে। র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের টহল দল থাকবে।

ইজারাদারদের প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, প্রতিটি পশুর হাটে বিশেষ পোশাক পড়া অবস্থায় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছা সেবক নিয়োগ, হাটের চৌহদ্দি নির্ধারন, সিসি টিভি ক্যামেরা স্থাপন, সার্বক্ষনিক মলম পার্টি, অজ্ঞান পার্টি, সালাম পার্টি, জাল টাকার বিষয়ে সতর্কতা মূলক মাইকিং করতে হবে। এছাড়া জেনারেটরের ব্যবস্থা, হাসিলের সুনির্দিষ্ট হার/দাম নির্ধারণ করতঃ ব্যানার জুলিয়ে রাখা ও হাটের আশে পাশের খাবার দোকানদারদের পরিচয়পত্র প্রদান ও বহনের ব্যাপারে যথাযথ ব্যবস্থ গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ ) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর ও দক্ষিণ) পরিতোষ ঘোষ প্রমুখ।