
রাকীব হামিদ : ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে ১৬টি আসনের প্রার্থীপরিচিতি সভায় ঢাকা থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে লালদীঘি ময়দানে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সকল প্রার্থী। তবে প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পরেই ঘুমের রাজ্যে হারিয়ে যান চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নৌকার প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। অবশ্য শেষের দিকে প্রার্থী পরিচিতিকালে জেগে উঠেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপুর ২টা থেকে শুরু হওয়া এই সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচন-পূর্ববর্তী গুরুত্বপূর্ণ এই সভায় দলের সভানেত্রীকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে দূর-দূরান্ত থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন। সভা শুরু হবার আগেই কানায় কানায় ভরে উঠে ঐতিহাসিক লালদীঘি ময়দান। সভায় আগতরা আশেপাশে সড়কেও অবস্থান নেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে দেখতে ও বক্তব্য শুনতে সজাগ ছিলেন দলের প্রার্থী ও নেতারা। উপস্থিত প্রার্থী এবং শীর্ষনেতাদের মাঝে একধরনের টেনশন পরিলক্ষিত হয়, নেত্রীকে ঠিকমত ফেস করার বিষয় নিয়ে। নেত্রীর দৃষ্টিগোচর হতে সকলেই ছিলেন ব্যতিব্যস্ত। কিন্তু এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম ছিলেন দলের ভেতরে-বাইরে আলোচিত-সমালোচিত নদভী।
দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হয়েও সভায় একেবারে নির্ভার ছিলেন তিনি। ঘুমের ঘোরেই আচ্ছন্ন ছিলেন অধিকাংশ সময়। সভায় প্রথম সারিতে চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাশেই বসেছেন নদভী। পাশেই সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। আশপাশে অন্যান্য নেতা ও প্রার্থীরা সজাগ, মনোযোগী থাকলেও একমাত্র নদভীই ছিলেন ভিন্ন।
এ নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
একুশে/আরএইচ/এটি
