চট্টগ্রাম: পাইকারি ওষুধের বাজার খ্যাত হাজারী গলির একটি গুদাম থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে গোয়েন্দা পুলিশ, ওষুধ প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রেহমান সানি বলেন, হাজারী গলির একটি ভবনের তৃতীয় তলা থেকে বড় আকৃতির ছয় বস্তা ওষুধ ও ২০ কার্টুন সরকারি ওষুধ জব্দ করা হয়। জব্দ করা সরকারি ওষুধের মধ্যে ইনজেকশন ও এন্টিবায়োটিক ট্যাবলেটসহ বিভিন্ন দামী ওষুধ রয়েছে।
এছাড়া আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
