
রাকীব হামিদ, রাঙ্গুনিয়া থেকে : রাঙ্গুনিয়ার পথে পথে উন্নয়নচিত্র, সুন্দর রাস্তা, চট্টগ্রামের ফ্লাইওভার এতোসব দেখে আপ্লুত জনপ্রিয় অভিনেত্রী তারিন। নিরলস দেশের উন্নয়নে পরিশ্রম করে যাওয়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় এই আসনে আওয়ামী প্রার্থী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের ভূঁয়সী প্রশংসা করে অভিনেত্রী তারিন বলেন, তিনি অসম্ভব ভালো একজন মানুষ। এতোদিন তার উন্নয়নের কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম। যারা এখনো চোখ বন্ধ করে রেখেছেন তাদের চোখ খুলে উন্নয়ন দেখতে বলছি। রাঙ্গুনিয়া জুড়ে উন্নয়ন ছড়িয়ে দিয়েছেন ড. হাছান মাহমুদ। এই উন্নয়ন আরো অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নায়ক সায়মন সাদিক, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য এস এম আরিফুল ইসলাম, এ এম শাহাদাত হোসেন জুয়েল, এফ এম ইলিয়াস হোসাইন অর্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গুনিয়ার পোমরার পথসভায় নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন চিত্রনায়ক ফেরদৌস, সায়মন সাদিক।
ছোট ও বড়পর্দার তারকাশিল্পীদের আগমনে পুরো রাঙ্গুনিয়া জুড়ে ছিল উৎসবের আমেজ। তারকাদের একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ। তারকাদের কাছে গিয়ে সেলফি তুলতে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে দেখা যায় অনেককেই।
এসময় তারকা-সান্নিধ্যে আপ্লুত এক তরুণ বলে উঠেন, আহা, কী সৌভাগ্য আমাদের! আমাদের স্বপ্নের মানুষগুলো এখন আমাদের ঘরের দুয়ারে। একজন হাছান মাহমুদের কল্যাণে কত কিছুই না পেলাম আমরা।
একুশে/আরএইচ/এটি
ছবি : আকমাল হোসেন
