সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাবে ফ্রান্স


সিরিয়া: মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। তবে ফ্রান্স সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের মিত্রদের বিস্মিত করে আমেরিকান সেনাদের দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেয়ার পর ফ্রান্সের ইউরোপীয় বিষয়ক মন্ত্রী নাথালি লুইসিও বৃহস্পতিবার এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সিরিয়ায় অবশ্যই আমাদের যুদ্ধ চলমান থাকবে। কারণ, সন্ত্রাস বিরোধী যুদ্ধ এখনও শেষ হয়নি।’

সম্প্রতি ফ্রান্স আইএসের বেশ কয়েকটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর পর আইএসবিরোধী যুদ্ধ জোরদার করেছে ফ্রান্স।