
ভারত: ২০১৮ সালের সেরা বলিউড তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আইএমডিবি’ নামক বিশ্বের অন্যতম জনপ্রিয় এক সিনেমা ডাটাবেজ ওয়েবসাইট এ জরিপ প্রকাশ করেছে।
ওয়েবসাইটটির হেড অব ইন্টারন্যাশনাল নেহা গুরেজা ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘পদ্মাবত সিনেমায় দীপিকার অসাধারণ পারফর্ম্যান্স দীপিকাকে ২০১৮ সালের ‘আইএমডিবি টপ স্টার অব ইন্ডিয়ান সিনেমা’-এর তালিকার শীর্ষ স্থানে জায়গা করে দিয়েছে।’
তালিকাটির দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। তিন খানের মধ্যে আমির খানের স্থান তৃতীয় এবং সালমান খান পঞ্চম স্থানে রয়েছেন। তালিকাতে আরো রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, কুবরা সাইত, ইরফান খান, রাধিকা আপ্তে ও অক্ষয় কুমার।
