
ঢাকা : সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ শনিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।
প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ জয়ের ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে স্বাগতিকরা। ৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় পরাজয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
সাকিবের রেকর্ড গড়া ম্যাচের পর এখন লাল সবুজের দলটির সামনে সিরিজ জয়ের হাতছানি। গত আাগস্টে ক্যারিবীয় সফরে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
সেবার ফ্লোরিডায় টানা দুই ম্যাচ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও একই সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। মিরপুরের পরিচিত কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজ জয়ের ব্যাপারে পুরোপুরো আত্মবিশ্বাসী অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে, টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যপূরণ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। পেশি শক্তিতে কুড়ি ওভারের প্রথম ম্যাচে বাংলাদশে পাত্তা না দিলেও, দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে তাদের। শেষ ম্যাচ হারা মানে একেবারে খালি হাতে দেশে ফেরা। তাইতো পরিকল্পনাতে পরিবর্তন এনে, পেইস দিয়েই লিটন-সাকিব-সৌম্যদের আটকাতে চায় ক্যারিবিয়ানরা।
একুশে/আরসি/এটি
