ভাবীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

police line murderচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন বড় ভাই। এসময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন তাদের আরও এক ভাই। শুক্রবার ভোররাতে হাইদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো: আজগর আলী (৩০) স্থানীয় দুলু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে বড় ভাই ঘাতক লিয়াকত আলী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাত সাড়ে ৩টার দিকে একটি বিয়ে অনুষ্ঠান থেকে ঘরে ফিরেন লিয়াকত আলী। মাতাল অবস্থায় ঘরে ফেরায় স্ত্রীর সাথে তার ঝগড়া বিবাদ শুরু হয়। এরই এক পর্যায়ে স্ত্রীকে মারধর করতে থাকেন লিয়াকত। এ অবস্থায় তার অপর দুই ভাই আজগর আলী ও আলী আকবর ঘটনাস্থলে এসে তাদের ভাবীকে মারধর থেকে রক্ষার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে লিয়াকত আলী তার ছোট ভাই আজগর আলীর পেটে ছুরিকাঘাত করে। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অপর ছোট ভাই আলী আকবর তাকে রক্ষা করার চেষ্টা করলে তার হাত ও গায়ে ছুরির আঘাত লাগে। প্রায় এক ঘন্টা পর স্থানীয় লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আজগর আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ঘাতক লিয়াকত আগে বিদেশে থাকলেও এ বছরের শুরুতে দেশে ফেরেন। প্রায় সময় মাতাল হয়ে বাড়ি ফিরতেন তিনি। এ নিয়ে পরিবারে মধ্যে অশান্তি চলছিল। তারই একপর্যায়ে এ ঘটনা ঘটে গেল। লিয়াকতকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।