চট্টগ্রাম: প্রাণনাশের হুমকি পেয়ে বুধবার ও বৃহষ্পতিবার অফিসে যেতে পারেননি চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ নুর। অনলাইনে টেন্ডার আহবান প্রক্রিয়া বন্ধ করতে ঠিকাদাররা তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সরকারের গণপূর্ত বিভাগ চট্টগ্রাম গণপূর্ত বিভাগে অনলাইনের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চালুর নির্দেশ দেয়। ওই আদেশের প্রেক্ষিতে এ বিষয়ে নোটিশ জারি করেন নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নুর। তবে টেন্ডার অনলাইনে প্রকাশ করায় গত মঙ্গলবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান মিয়াজী ট্রেডিং এবং এজি এন্টারপ্রাইজের লোকজন নির্বাহী প্রকৌশলীর দফতর ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে।
চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নুর বলেন, গত মঙ্গলবার আমাকে অবরুদ্ধ করে রেখে হুমকি দেওয়া হয়। এছাড়া সাদা কাগজে জোর করে তাদের ইচ্ছেমত লিখা আদায়ের চেষ্টা করা হয়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আমি আপাতত অফিসে যাচ্ছি না।
