শুক্রবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
শুক্রবার সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন। সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন না। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালও বৈঠকে উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি বলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকে। সে হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর আমাদের দেশে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে আগেই ধারণা করা হচ্ছিল এবার আমাদের ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর পালিত হবে।
