চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে কয়লার ঘর এলাকা থেকে গ্রেফতার করা হয় টিটন কুমার চৌধুরী ওরফে ছোটনকে (৩৭)।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজিসহ বায়েজিদ, বাকলিয়া এবং চকবাজার থানায় মোট ৯টি মামলা আছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
টিটন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মৃত দিলীপ কুমার চৌধুরীর ছেলে।
ওসি বলেন, বায়েজিদ বোস্তামি থানার সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম আছে। সে শিবির ক্যাডার সাজ্জাদ, সরওয়ার ও ম্যাক্সনের ঘনিষ্ট সহযোগী।
বায়েজিদ এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে টিটন জড়িত বলে দাবি করেন ওসি মোহাম্মদ মহসীন।
