চট্টগ্রামে আত্মসাৎ করা অর্ধকোটি টাকার জিরা উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর আত্মসাৎ করা প্রায় অর্ধকোটি টাকার ৩৬৯ বস্তা জিরা একটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আবুল বাকের (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর ইপিজেজের নিউমুরিং এলাকায় জাহিদ হোসেনের গুদামে এ অভিযান চালানো হয়।

বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, এম এস ট্রেডার্স নামে চট্টগ্রামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তুরস্ক থেকে ১০০ মেট্রিকটন জিরা আমদানি করেছিল। জিরাগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাসের জন্য জে কে শিপিং নামে একটি সিএন্ডএফ এজেন্টকে দায়িত্ব দিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান।

তিনি বলেন, পরে জিরা খালাসের পর পরিবহন কোম্পানির কয়েকজন মিলে জিরাভর্তি একটি কাভার্ড ভ্যানটি গায়েব করে দেয়ার চেষ্টা করে। ওই কাভার্ড ভ্যানে ১০ মেট্রিকটন জিরা ছিল। এর মধ্যে ৯ মেট্রিকটন ২২৫ কেজি জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আবুল বাকেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।