উন্নয়ন গল্পে চট্টগ্রাম মাতালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


চট্টগ্রাম : সরকারের উন্নয়ন তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে চট্টগ্রামজুড়ে ভিন্নধর্মী এক কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘বিজয়ের গৌরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এ আয়োজনে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এতে গান, নাচ, আবৃত্তি ও পথনাটকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

সুসজ্জিত পাঁচটি ট্রাকে করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, দেওয়ানহাট, বারেক বিল্ডিং, প্রেস ক্লাব ও অলংকার মোড়সহ প্রায় অর্ধশত মোড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গিয়ে এসব তথ্য উপস্থাপন করে।

এ ছাড়া পটিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, হাটহাজারী, রাউজান, মিরসরাই, সীতাকু-সহ বিভিন্ন উপজেলায়ও গান, নাচ, পথনাটক, আবৃত্তির মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র উপস্থাপন করে তারা।


প্রতিটি অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত সভাও অনুষ্ঠিত হয়। এসব সভায় মুক্তিযুদ্ধ ও গত ১০ বছরে বাংলাদেশের এগিয়ে যাওয়ার নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

দেশাত্ববোধক গানের তালে তালে নাচ দেখিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের। গোটা চট্টগ্রামজুড়ে তাদের এমন কর্মকাণ্ড ফেলেছে সাড়া।

চবি সঙ্গীত বিভাগ, নাট্যকলা বিভাগ ও চারুকলা বিভাগের ১৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।


বঙ্গবন্ধু স্যাটেলাইট, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্র বিজয়, মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, স্বাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যুতে স্বয়ংসম্পন্ন, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, তথ্য-প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পন্ন, কওমী মাদ্রাসার স্বীকৃতি, পোশাক খাতে রফতানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন, নারীর ক্ষমতায়ন, পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেলসহ নানা অর্জনের বিষয় এসব সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পর গত ১০ বছরে দেশ যতটুকু এগিয়ে গেছে তা বিগত সময়ে সম্ভব হয়নি। অতীতের বিভিন্ন বৈধ-অবৈধ সরকার ক্ষমতায় থেকে দেশকে এতটুকু এগিয়ে নিতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর গত ১০ বছরে পাল্টে দিয়েছে দেশের চিত্র।


তিনি আরো বলেন, লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিদেশী সম্মাননা, স্বীকৃতি অর্জন ও সুশাসনের মাধ্যমে এ দেশকে বিশ্বের বুকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা। তাই বিজয়ের মাসে চট্টগ্রামের মানুষের সামনে এসব অর্জন ও সমৃদ্ধির গল্প তুলে ধরা জরুরি বলে মনে করেছি আমরা।


বিশ্ববিদ্যালয় সঙ্গীত, চারুকলা ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক দল গঠন করে চট্টগ্রাম নগর ও জেলার প্রায় ৫০টি স্থানে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে বলেও জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।