
ঢাকা : গুজবের দায়ে আটক ৮ জনই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। আটককৃত ৮ জনের মধ্যে ৩ জন সাইমুন শিল্পী গোষ্ঠীর। বাকি ৫ জন এসব কন্টেন্ট তৈরিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিল বলে জানান তিনি।
শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান তিনি। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে শিবির নিয়ন্ত্রিত সাইমুন শিল্পী গোষ্ঠীর তিন সদস্যসহ ৮ জনকে আটক করে র্যাব-২, এর একটি দল।
আটককৃতরা হলো- মাহমুদুর হাসান (২৭), আব্দুল্লাহ আল নোমান (২৬), আ. কাদের (২৮), মোরশেদুল ইসলাম (২২), সাইফুল ইসলাম মিঠু (২৯), দিদারুল ইসলাম (৩৫), আরিফুর রহমান (৩৪), মোতাহের হোসেন (২১)।
মুফতি মাহমুদ খান জানান, আটককৃতদের কাছ থেকে ভিডিও কনটেন্ট তৈরির বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। আটকদের মধ্যে ৫ জনই একটি স্বনামধন্য কলেজের স্টুডেন্ট। তারা বিভিন্ন স্টুডিও ভাড়া নিয়ে এসব কনটেন্ট তৈরি করতো। তারা ইচ্ছেমতো ডকুমেন্টারি আকারে ভিডিও কনটেন্ট এবং প্যারোডি গান তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করত।
তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক গুজবের বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচারের জন্য কোনও একটি গ্রুপ তাদেরকে ৪৭ লাখ টাকা দিয়েছে। তবে অর্থায়নের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি। এর সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তির নাম পেয়েছি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তারা একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এর আওতায় অন্তত ১৫০টি ওয়েবসাইট তৈরি করা ছিল। এরপর বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেসব ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন পেজে প্রচার করার উদ্দেশ্য ছিল তাদের।
একুশে/এসসি
