চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নং গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে তন্বী দাশ (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্বী দাশ চট্টগ্রামের রাউজানের সুলতানপুর এলাকার বাসিন্দা।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাকির হোসেন বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন ওই তরুণী। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা ডেমু ট্রেনের নিচে পড়ে যান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
