
একুশে ডেস্কঃ নির্বাচনে ইন্টারনেট ব্যবহার করে কথিত গুজব ঠেকাতে থ্রি-জি, ফোর-জি’র পর মোবাইল অপারেটরদেরকে টু জি ইন্টারনেটও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার রাত ১০টা ৫০ মিনিটে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল অপারেটরদেরকে টু জি বন্ধের নির্দেশ দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিটিআরসির একজন কর্মকর্তা। এর আগে দুপুরে অন্য আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে মোবাইল নেটওয়ার্ক থ্রি-জি, ফোর-জি থেকে টু-জি তে নামিয়ে আনার নির্দেশনা দেয় বিটিআরসি।
মোবাইল অপারেটরগুলোকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, নির্দেশনা পাওয়া মাত্রই যেন দ্রুত এসব পালনে পদক্ষেপ নেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক (ভয়েসকল ও ডাটা) বন্ধ করে দিতে হবে। সারাদেশে থ্রি-জি ডাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তবে ২-জি ভয়েস ও ডাটা চালু থাকতে পারে।’
৩১ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত এসব সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।গত ২৭ ডিসেম্বরও মোবাইল নেটওয়ার্ক ডাউন রাখার নির্দেশনা দিয়েছিলো বিটিআরসি।
একুশে/আরএইচ/এটি
