চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাত হোসেন ওরফে সুমনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে নগরীর অলঙ্কার মোড় থেকে তাকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।
গ্রেফতার সাজ্জাত হোসেন নগরীর পাহাড়তলী থানার আব্দুল আলী নগরের মরহুল সেলিমের ছেলে।
পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়–য়া বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাত হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৪টি মামলা আছে। এমনকি ২০০৯ সালে কারাগারের ভেতরে এক হাজতিকে মেরে গুরুতর আহত করেছিল সাজ্জাত। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
