বিশ্বকাপে বাংলাদেশ দল সরাসরি অংশগ্রহণ নয়

একুশে ডেস্ক : নতুন বছরে নতুন খবর পেলো বাংলাদেশ ক্রিকেট দল। ৫০ ওভারের ক্রিকেটে সরাসরি বিশ্বকাপ খেললেও টি-টোয়েন্টি সংস্করণে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল। বাছাই পর্ব খেলে মূল পর্বে অংশগ্রহণ করতে হবে তাদের। এই ফরম্যাটে বাংলাদেশের মতো সাবেক চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকেও বাছাইপর্ব খেলতে হবে। তবে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট উইন্ডিজ ও আফগানিস্তান সরাসরি মূল পর্বে খেলবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি ৩১ ডিসেম্বর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে যাওয়া শীর্ষ আট দলের নাম ঘোষণা করেছে।

র‌্যাংকিংয়ের নবম স্থানে থাকা শ্রীলঙ্কা ও দশম স্থানে থাকা বাংলাদেশ সহযোগী ৬টি দেশের সঙ্গে গ্রুপ পর্বে অংশ নেবে। সেখান থেকে চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। যাকে বলা হচ্ছে-সুপার টুয়েলভ।

একুশে/এসসি