
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন চার জামাই-শ্বশুর; ভোটের ফলাফলে বড় চমক হয়ে এসেছে তাঁদের বিজয়।
সৌভাগ্যবান উক্ত চারজন হলেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও তার জামাতা মজিবুর রহমান নিক্সন চৌধুরী এবং বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান ও তার জামাতা মাহী বি. চৌধুরী।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-ইন্দুরকারী-কাউখালি) আসনে মহাজোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ১ লক্ষ ৭৯ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মঞ্জুর নিকটতম হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬ হাজার ৩৮৪ ভোট।
অন্যদিকে ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জুর জামাতা মজিবুর রহমান নিক্সন চৌধুরী; সিংহ মার্কা নিয়ে ১ লাখ ৪৩ হাজার ৭০৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। নিক্সনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
ওই আসনে তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট। ২০১৪ সালের নির্বাচনেও নিক্সন চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী জাফর উল্লাহ চৌধুরীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
এদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের মহাজোটের প্রার্থী বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান ১ লাখ ৮৮ হাজার ৬৭১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের আসম আবদুর রব পেয়েছেন ৪০ হাজার ৬৮২ ভোট।
মেজর (অবঃ) আবদুল মান্নানের জামাতা বিকল্পধারার মাহী বি চৌধুরী মহাজোটের নৌকা প্রতীক নিয়ে মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোট ৪ লাখ ৪০ হাজার ৫১৬ ভোটারের মধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।
