ছাত্রলীগ নেতা খুনের আসামি আত্মসমর্পণের পর কারাগারে

চট্টগ্রাম: চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল খুনের মামলায় আত্মসমর্পণের পর কাজী মুহাম্মদ জয়নাল আবেদিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেনের আদালতে এই আসামি আত্মসমর্পণ করেন।

কাজী মুহাম্মদ জয়নাল আবেদিন চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকার লায়লা ম্যানসনের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে। তিনি নাসিম আহমেদ সোহেল খুনের মামলায় এজাহারভুক্ত ৭ নম্বর আসামি।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, জয়নালকে রিমান্ডে আনার জন্য আমরা আবেদন করবো। তার কাছ থেকে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ মামলায় এখন পর্যন্ত ৭ জন গ্রেফতার আছে। এরমধ্যে একজন সন্দেহজনক, অন্যরা এজাহারভুক্ত।

গত ২৯ মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির সদস্য নাসিম আহমেদ সোহেল। এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। হত্যাকান্ডের পরপর ক্যাম্পাস থেকে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোহেলের বাবা আবু তাহের বাদী হয়ে গ্রেফতার পাঁচ জনসহ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করেন।