চট্টগ্রামে কেজিডিসিএল কর্মকর্তাসহ ১০ জনের কারাদন্ড

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বহনের অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর (কেজিডিসিএল) সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) আনোয়ারুল হকও রয়েছেন।

মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

তিনি জানান, মাদক সেবন ও মাদক বহনের অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্বার করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক আলী আসলাম, বিজিবি, আর্মড পুলিশ ও পুলিশ সদস্যরা অংশ নেয়।