
একুশে ডেস্কঃ চট্টগ্রামের সুবিধা বঞ্চিত ১৫৫ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেছে ‘মানবিক পাঠশালা’ নামে একটি সামাজিক সংগঠন। রোববার এ উপলক্ষে বই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সকলে এগিয়ে আসলে বাংলাদেশে কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও অগ্রণী ভূমিকা পালন করছে। এই উদ্যোগ অব্যাহর রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,জয়িতা হোসেন নীলু,কাবিদ,সাহেদ,তানিয়া,প্রিয়াংকা,ইশরাত,ফারজু,আরিফ সহ অন্যান্যরা।
উল্লেখ্য,২০১৫ থেকে মানবিক পাঠশালা নগরের কাট্টলীর সাগর পাড়,পাঁচলাইশের ভরাপুকুর পাড় ও চান্দগাঁও এর শমশের পাড়ার মাসুদ স্মৃতি সংসদের সহায়তায় শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
একুশে/আরএইচ/এএইচ
