জন্মদিনে মোস্তাফিজকে আইসিসি-হায়দ্রাবাদের শুভেচ্ছা

mustafizঢাকা: ক্রিকেট বিশ্বের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের ২১তম জন্মদিন আজ। মঙ্গলবার দিনটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাটিয়েছেন তিনি। দেখেছেন জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ।

মোস্তাফিজকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

আইসিসির অফিসিয়াল টুইটার পেইজে লেখা হয়েছে, ক্রিকেটে তরুণদের মধ্যে উজ্জ্বল সম্ভাবনাময়ী তিনি। বাংলাদেশি বোলার মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা।

অফিসিয়াল ফেসবুক পেইজে সানরাইজার্স হায়দ্রাবাদ লিখেছে, আজ ফিজ ডে। আমাদের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা।