সৌদিতে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ


সীমান্ত খোকন, সৌদি আরব থেকে : সৌদি আরবের মক্কায় মালিকের অত্যাচারে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মৃতের নাম নূর মোহাম্মদ (৫৫)। গত ৭ জানুয়ারি এসপান শামিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের মেহেদি পাড়ায়। তিনি ওই গ্রামের মরহুম আবদুল জলিলের ছেলে।

মৃত নূর মোহাম্মদের ছোট ভাই ইউছুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবের মক্কা নগরীর এসপান শামিয়া নামক জায়গায় নুর মোহাম্মদ হাউজ ড্রাইভারের চাকরি করতেন।

গত দু’বছর ধরে প্রবাসী নূর মোহাম্মদের বেতন বকেয়া পড়ে যায়। বারবার বেতন চেয়েও বেতন পাচ্ছিলেন না তিনি। বেতন না দিয়ে উল্টো মারধরসহ নানাভাবে শারীরিক নির্যাতন করতেন নূরের মালিক।

সর্বশেষ পাওনা টাকা চাইলে তার মালিক একমাস যাবৎ ঘরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করে প্রবাসী নূর মোহাম্মদকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

জানা যায়, গত ৪-৫ দিন আগে মক্কা শহরের একটি সরকারী হাসপাতালে নূর মোহাম্মদকে রেখে চলে যায় তার সৌদি মালিক। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ৭ জানুয়ারি নূর মোহাম্মদের মৃত্যু ঘটে।

এদিকে ভাই হত্যার বিচার চেয়ে সৌদি আরবে বাংলদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মৃতের ছোট ভাই ইউছুফ আলী।