চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর সুগন্ধা আবাসিক এলাকা সংলগ্ন কলাবাগান হাবিবের কলোনীতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নূর উদ্দিন (২৫), মোঃ হেলাল (২৯), মোঃ শুক্কুর (২২), শেখ কামরুল হাসান ওরফে কাজল (২৩) ও মোঃ ছাদেক রেজা (২৩)।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে পটিয়া থানাধীন মোজাফফরাবাদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন সৌদি প্রবাসী বশিরুল আলম। ৫-৬ জন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে একটি ব্রীফকেইচ, লাগেজ, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ৫ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
তিনি বলেন, অভিযোগ পেয়ে অভিযানে নেমে সুগন্ধা আবাসিক এলাকা সংলগ্ন কলাবাগান হাবিব এর কলোনী হতে ডাকাত নূর উদ্দিনকে ঘটনায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। একই এলাকা থেকে অন্য চার ডাকাতকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি মামলা হয়েছে।
