চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার

Yabaচট্টগ্রাম: নগরীর কদমতলী রেলওয়ে স্টেশন হতে গোপন সংবাদের ভিত্তিতে দুইশ পিস ইয়াবাসহ মোসাম্মৎ হালিমা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রেল স্টেশনে জনৈক হালিমা আক্তার ২শ পিছ ইয়াবা নিয়ে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর কদমতলী রেল স্টেশনে তুর্ণা নিশিতা ট্রেনে উঠার অপেক্ষায় ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসআই দীপন কুমার ঘোষ তার দেহ তল্লাশী করেন। এসময় তার ডান হাতে থাকা একটি ক্রিম কালারের হ্যান্ড পার্সের ভেতর থাকা সাদা টিস্যু পেপার দ্বারা মোড়ানো একটি ছোট পলি ব্যাগের ভেতরে ২শ পিস ইয়াবা পাওয়া যায়। তার কাছে ট্রেনের কোনো টিকিট পাওয়া যায়নি। গ্রেফতারের সময় হালিমার সাথে রেজোয়ান নামে ১০ বছরের এক ছেলে ছিল।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১লাখ হবে বলে জানান এসআই দীপন কুমার ঘোষ।

গ্রেফতারকৃত হালিমা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাতগড়িয়া পাড়ার জনৈক হামিদ হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে রেলওয়ে থানার এসআই দীপন কুমার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।