শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর নির্দেশে ৫ গ্রেডে শ্রমিকদের মজুরি সমন্বয়

প্রকাশিতঃ ১৩ জানুয়ারী ২০১৯ | ৭:১১ অপরাহ্ন

ঢাকা : সাতটির মধ্যে পাঁচটি গ্রেডেই মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (শনিবার) রাতে এ সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। সেখানে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদেরও ডাকা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে বিরাজমান সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের পাশাপাশি ১ ও ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের নির্দেশ দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত বেতন কাঠামোর পাঁচটি গ্রেডে মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সমন্বয়ের পর এসব গ্রেডে মজুরি আশানুরূপ বৃদ্ধি পাবে বলে সরকার মনে করে।

এ বিষয়ে আজ রবিবার (১৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ে পোশাক মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতাদের সঙ্গে সরকারের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

একুশে/ডেস্ক/এসসি