পাকিস্তানের সেনাবাহিনীর থেকে ভারত এগিয়ে : রণবীর সিং

একুশে ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীর থেকে ভারতের সেনাবাহিনী সব সময়ই এক ধাপ এগিয়ে এমন দাবি করেছেন ভারতীয় সেনার উত্তরাঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) এমন দাবি করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। তবে রণবীর সিংয়ের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সিং-য়ের দাবি, গত কয়েক দিনে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি জওয়ানের এবং আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতে চোরাগোপ্তা হামলা চালাতে গিয়ে সম্প্রতি পাক সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীরা বড় ক্ষতির মুখে পড়েছে। সীমান্তের ওপার থেকে যে কোনও রকম হামলার যোগ্য জবাব সব সময়ই দেওয়া হয়।

একুশে/ডেস্ক/এসসি