আজ শেষ হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

সিলেট : বিপিএলের সিলেট পর্বের খেলা আজ শনিবার (১৯ জানুয়ারি) শেষ হচ্ছে। শেষ দিনের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।
এদিকে, ছয় ম্যাচে দুই জয় তুলে চার পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

আগের দেখায় সিলেটের বিপক্ষে হেরেছে রংপুর। তাই এই ম্যাচে সিলেটকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় মাশরাফির দল। আর রংপুরের সমান পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে সিলেট। গত ম্যাচে ঢাকার কাছে হেরেছে তারা। তাই এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সিলেট সিক্সার্স।

একুশে/আরসি/এসসি