জিইসি কনভেসনে ফার্নিচার মেলা ২২ জানুয়ারি

চট্টগ্রাম : ৫ দিন ব্যাপী নগরের জিইসি কনভেনসন হলে ফার্নিচার মেলা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। ১০ম বারের মতো বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রামের উদ্যোগে এ ফার্নিচার মেলার আয়োজন করছে। এ মেলায় ৩৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

শনিবার (১৯ জানুয়ারি) নগরীর একটি হোটেলে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রামের উদ্যোগে ১০ম বারের ফার্নিচার মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এস এম নুরুল উদ্দীন, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এমএন আজম খান, সদস্যসচিব সাইফুদ্দীন দুলাল, সদস্য এম নাছের, সৈয়দ ইফতেখার উদ্দীন, জসিম উদ্দীন, ইকবাল, আগ্রাবাদ এক্সেস ইউনিটের সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/এসসি