
চট্টগ্রাম : ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে ২২ জানুয়ারি। দেশের ৪টি শিক্ষা অঞ্চলের প্রায় ১ হাজার প্রতিযোগী এ প্রতিয়োগিতায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করছে। ৫ দিনের এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের পুরস্কার, তাদের থাকা-খাওয়া, অতিথি আপ্যায়ন, যাতায়াতসহ সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
ইতোমধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করা জন্য সব ধরণের প্রস্ততি শেষ হয়েছে জানান প্রতিযোগিতার মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।
মঙ্গলবার (২২ জানুয়ারি) নগরের এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (২৭ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
একুশে/ডেস্ক/এসসি
