সৌদি থেকে ২৫০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত

একুশে ডেস্ক : সৌদি থেকে আরো ২৫০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সৌদি আরব। চলতি জানুয়ারি মাসেই তাদের ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আলজাজিরা।

জানা গেছে, সৌদি আরবে প্রায় তিন লাখ রোহিঙ্গা বসবাস করেন। রোহিঙ্গা নাগরিক হয়েও বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে দেশটিতে বসবাস করছেন তারা।এসব রোহিঙ্গার মধ্যে অনেকে সৌদি আরবের শুমাইসি বন্দিশিবিরে আটক রয়েছেন।

তাদের মধ্যে গত ৭ জানুয়ারি ১৩ রোহিঙ্গাকে ঢাকায় ফেরত পাঠিয়েছিল রিয়াদ। এবার সেখান থেকে আরও ২৫০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হচ্ছে। অবশ্য বাংলাদেশে পাঠিয়ে দেয়া ঠেকাতে অনশন করছেন বন্দিশালায় রোহিঙ্গা বন্দিরা। পাশাপাশি জাতিসংঘের হস্তক্ষেপও চেয়েছেন তারা।

সংগঠন ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের প্রচারণা সমন্বয়কারী নে সন লুইনের দেয়া তথ্য অনুযায়ী, এই রোহিঙ্গাদের অধিকাংশেরই সৌদিতে বসবাসের অনুমতি আছে। তারা বৈধভাবে দেশটিতে বসবাস করতে পারেন। কিন্তু জেদ্দার সুমায়সি বন্দিশালায় আটক এইসব রোহিঙ্গাদের সঙ্গে খুব ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। তাদেরকে সৌদিতে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়।

তিনি জানান, সৌদিতে বসবাসকারী বেশিরভাগ রোহিঙ্গা অনেক আগেই দেশটিতে গেছেন। তাদের আগামী রোববার জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার কাজ চলছে। সেখান থেকে বিমানে করে তাদের ঢাকায় পাঠানো হবে।

রোববার দিনের শেষভাগে অথবা সোমবার সকালে তাদেরকে পাঠানো হবে। এসব রোহিঙ্গা ঢাকায় ফেরার পর কারাবাসের মুখোমুখি হতে পারে। তবে সৌদি কর্তৃপক্ষকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

একুশে/ডেস্ক/আরসি/এসসি