চট্টগ্রামে ট্রেনের টিকেটসহ কালোবাজারি গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: ট্রেনের টিকেটসহ চট্টগ্রাম নগরী থেকে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্য গলির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন ওরফে হাসান (৩৫) নরসিংদী জেলার মাধবদী থানার আখালিয়া মধ্যপাড়া এলাকার হাজী আমান উল্যাহ’র ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, চৈতন্য গলির আবুল মনসুর সালাউদ্দিন বিল্ডিংয়ের ৩য় তলা অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মহানগর গৌধুলী, সোনার বাংলা ও ও তুর্ণা এক্সপ্রেসের ১০টি টিকেট পাওয়া যায়। সে নিয়মিত ট্রেনের টিকেট কালোবাজারি করত। দেলোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।