বিপিএলে রিয়াদের খুলনাকে হারাল মাশরাফির রংপুর


স্পোর্টস ডেস্ক : বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানসকে হারিয়ে জয় পেয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। ক্রিস গেইল ও ভিলিয়ার্স চমৎকার দুটি ইনিংস খেলে রংপুরের জয়টাকে সহজ করে দেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে যায় রিয়াদের খুলনা। ২০ ওভার লড়াই করে ৬ উইকেটে ১৮১ রান তুলতে সক্ষম হয়। এই সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত। ফরহাদ রেজার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ৪৮ রান করেন তিনি। এ ছাড়া ব্রেন্ডন টেইলর ৩২ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ২৯ রান করেন।

৪ উইকেট হারিয়ে ১৯ ওভার তিন খেলে ১৮৩ রান করে জয় তুলে নেন মাশরাফির রংপুর। শুরুতেই উড়ন্ত সূচনা করে রংপুর। ঝড়টা আসে ভিলিয়ার্সের ব্যাট থেকে। তিনি ২৫ বলে ৪১ রানের চমৎকার একটি ইনিংস খেলে মাহমুদউল্লাহর শিকার হয়ে সাজঘরে ফিরে যান। এর পরই হাল ধরেন গেইল। তিনি ২৯ বলে ৫৫ রান করে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। আর উদ্বোধনীতে নেমে এলেক্স হলেস ৫৫ রান করেন।

এই জয়ের সুবাদে সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়েছে উত্তরবঙ্গের দলটি। আর খুলনা থেকে গেল তলানিতে, তাদের সংগ্রহ আট ম্যাচে মাত্র দুই পয়েন্ট।