চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করা স্থানে কোরবানীর পশু জবাই এবং ডাষ্টবিনে পশুর নাড়ী-ভূঁড়ি রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মেয়র বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষনমুক্ত পরিবেশের লক্ষে কোরবানীর পশু জবাই করার সাথে সাথে পশুর রক্ত ধুয়ে ফেলতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোরবানীর দিন সকাল ৯টা থেকে বর্জ্য অপসারন কার্যক্রম শুরু করবে। এ লক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি সার্বক্ষণিক মনিটরিংএ থাকবেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কোরবানী’র জবাইকৃত পশুর বর্জ্য কোরবানী’র দিন রাত ১০ টার পর কোথাও পড়ে থাকতে দেখা গেলে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন-০১৯১১-৮৮৫১৯৯, ০১৭৬৬-৪০২৪২৫, উত্তর জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ আজম-০১৭১৫-৯৬৫৯১১, দক্ষিণ জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ জাবেদ-০১৮১৯-৩১৭৩০১, পূর্ব জোনের আহবায়ক- কাউন্সিলর হাজী নুরুল হক -০১৮৫১-৫৯১০১৯৯, পশ্চিম জোনের আহবায়ক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম -০১৮১৯-১৭৩২৮০ এর মোবাইল নম্বরে এবং সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী-০১৭১২-২৫২৬১৫, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম-০১৬৭৫-২১৮৪৮৫ এবং শেখ হাসান রেজা-০১৭১৫-৬৭৬৭৭০ নম্বরে এবং কন্ট্রোল রুম ৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানান মেয়র আ জ ম নাছির।
