
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা রাজনীতিতে সম্পৃক্ত হেয়েছেন। দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের। একই দিন পশ্চিমাঞ্চলের দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।
বুধবার (২৩ জানুয়ারি) প্রিয়াঙ্কাকে অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন দলের সভাপতি রাহুল গান্ধী।
লোকসভা ভোটের প্রচারসভায় প্রিয়াঙ্কাকে মাঝেমধ্যে দেখা যেত। এর বাইরে কংগ্রেসের কার্যক্রমে তার উপস্থিতি ছিল হাতে গোনা। তবে বহু বছর ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা রাজনীতিতে আসবেন।
এ ব্যাপারে কংগ্রেস সভাপতি রাহুল বলেছেন, সরাসরি মাঠে নেমে গরীব, কৃষক, মজুরদের জন্য লড়াই করবেন প্রিয়াঙ্কা-জ্যোতিরাদিত্য। তাদের ওপর আস্থা রাখুন, ওরা ভাল ফল করে দেখাবে।
একুশে/ডেস্ক/এসসি
