ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

একুশে ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহতের খবর জানিয়েছে পুলিশ। নিহতরা ব্যাংকটির কর্মী না ক্রেতা সে বিষয়ে পরিস্কার কিছুই জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর অরল্যান্ডো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে সেব্রিংয়ের সানট্রাস্ট নামের ব্যাংকে ঘটনাটি ঘটে।

বন্দুকধারীর নাম জেফেন জেভেয়ার (২১)। সে ব্যাংকের ভেতরে লোকজনকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করেন এবং গুলি করতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, ফ্লোরিডার সিব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংক থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে বলে, “আমি পাঁচ জনকে গুলি করেছি।” এর পরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। পুলিশের সোয়াত টিমের সদস্যরা ওই ব্যাংকে ঢুকে পড়ার পর সে আত্মসমর্পণ করে।

একুশে/ডেস্ক/এসসি