সাতকানিয়ায় গুলিতে যুবলীগ নেতা খুন

murderচট্টগ্রাম: সাতকানিয়ায় মোহাম্মদ জহিরুল হাসান (৪৭) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাঞ্চনা ইউনিয়নের বকশির খিল এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, নিজের বাড়ীর পাশে এক লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন জহিরুল হাসান। এসময় দুর্বৃত্তরা তার কোমরে এবং মুখে গুলি করে পালিয়ে যায়। কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত জহিরুল হাসান স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান ওসি।