
একুশে ডেস্ক : বলিউডে আসার আগেই সবার নজরে অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা।
২১ বছর বয়সী এই তরুণী তারকাদের ট্রেন্ডলিস্টে উপরের সারিতে জায়গা করে নিয়েছেন। মিষ্টি হাসিতে ইতিমধ্যেই জয় করেছেন অনেক তরুণের মন।
ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিও পোস্ট করে তাক লাগিয়েছেন আলিয়া। এ ছাড়া বিকিনি পরা অবস্থা সৈকতে বন্ধুদের নিয়ে তার আমেজের ভিডিও ভাইরাল হয়েছে। তার পীঠের ‘উইং’ ট্যাটু যেন যে কারোই নজর কাড়বে।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রনির্মাতা নীতিন কাক্কারের ‘জওয়ানি জানেমান’ ছবির মধ্য দিয়েই বলিউডে পদার্পণ করতে চলেছেন আলিয়া। যেখানে তাকে সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। জানা যাচ্ছে, ছবিতে সাইফের মেয়ের চরিত্রে জন্য ৫০ জনের অডিশন নেওয়া হয়। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় আলিয়াকে।
একুশে/ডেস্ক/এসসি
